Type to search

নড়াইলে কুমির আটক ! এলাকাবাসীর স্বস্তি

নড়াইল

নড়াইলে কুমির আটক ! এলাকাবাসীর স্বস্তি

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাইগ্রাম খালে একটি বড় কুমিরকে আটক করেছে এলাকাবাসী। শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে খাল সংলগ্ন ডাঙ্গা থেকে প্রায় সাড়ে ৭ ফুট লম্বা এ কুমিরটি আটক করা হয়। শতশত মানুষ কুমিরটিকে এক নজর দেখার জন্য ভিড় করেছে।
জানা যায়, বিগত কয়েকদিন আগে উপজেলার মাইগ্রাম খালে কুমির দেখে এলাকাবাসী মহা আতঙ্কে ছিল। শনিবার সকালে ওই গ্রামের ইয়ামিন চৌধুরী নামে এক যুবক মাছ ধরতে গিয়ে অল্প পানিতে কুমিরটি দেখতে পেয়ে রশি দিয়ে ফাঁদ তৈরি করে কুমিরের মুখ বেঁধে তার পিঠের ওপর বসে পড়ে। এরপর স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি ডাঙ্গার ওপর নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় কুমিরের ভয়কে জয় করে স্বস্তি ফিরে এসেছে। খুলনা বন বিভাগের কর্মকর্তাদের নিকট বিকালে কুমিরটি হস্তান্তর করা হয়েছে।