Type to search

নড়াইলে উন্মোচিত হল সাক্ষ্য গ্রহণের নতুন দিগন্তঃ আদালতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ

নড়াইল

নড়াইলে উন্মোচিত হল সাক্ষ্য গ্রহণের নতুন দিগন্তঃ আদালতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ

 

নড়াইল প্রতিনিধি

মহামান্য সুপ্রীম কোর্ট এর হাই কোর্ট বিভাগ বিগত ২০/০৮/২০২৩ ইং তারিখ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত ৪৯০ নং বিজ্ঞপ্তি প্রকাশ করেছ। উক্ত নির্দেশনা মোতাবেক আজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত এর বিচারক আমাতুল মোর্শেদার আদালতে কালিয়া থানার অফিসার ইন চার্জ শেখ তাসমীম আলম সাক্ষ্য প্রদান করেন। উক্ত আদালতের অতিরিক্ত পিপি সঞ্জীব কুমার বসু এই প্রতিবেদককে জানান অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়া থানার অফিসার ইন চার্জ গুরুত্বপূর্ণ কাজে যশোর অবস্থান করায় বিজ্ঞ বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা স্বতঃপ্রণোদিত হয়ে উন্মুক্ত আদালতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেন। তিনি আরো বলেন ২০/০৮/২০২৩ ইং তারিখ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত ৪৯০ বিজ্ঞপ্তির ৩, ৪ ও ৫ দফা যথাযথ ভাবে প্রতিপালন করে উক্ত সাক্ষীকে সাক্ষ্য গ্রহণের অনেক পূর্বেই মামলার যাবতীয় ডকুমেন্টস ইমেইল ও তার অফিসিয়াল হোয়াটস অ্যাপ নম্বরে প্রেরণ করা হয়। এরপর সাক্ষ্য গ্রহণকালে সাক্ষী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জবানবন্দী প্রদান করেন যা স্পিকারের মাধ্যমে উন্মুক্ত আদালতের সকলে শ্রবণ করেন। আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবী মোঃ ইস্রাফিল খবির (রাজু) জানান বিজ্ঞ আদালত উন্মুক্ত আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে উক্ত সাক্ষীর সাক্ষ্য প্রিন্ট আউট করেন। তাতে বিজ্ঞ পিপিও তিনি নির্ধারিত স্থানে স্বাক্ষর করেন। এরপর বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী উক্ত সাক্ষ্য সম্বলিত পাতা স্ক্যান করে সাক্ষীর বরাবরে ইমেইল করা হয়। সাক্ষী উক্ত ইমেইল প্রাপ্ত হয়ে উক্ত ডকুমেন্টস প্রিন্ট আউট করবেন, তার জন্য নির্ধারিত স্থানে স্বাক্ষর করে পুনরায় তা স্ক্যান করে বিজ্ঞ আদালতের বরাবরে ইমেইল করবেন। বিজ্ঞ আদালত উক্ত ইমেইল পাওয়ার পর তা প্রিন্ট আউট করে নথিতে সামিল করবেন। রাষ্ট্র পক্ষের বিজ্ঞ আইনজীবী পিপি সঞ্জীব কুমার বসু ও আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবী জনাব মোঃ ইস্রাফিল খবির রাজু উভয়েই এই নির্দেশনার ভূয়সী প্রশংসা করে বলেন এই যুগোপযোগী উদ্যোগের ফলে সাক্ষীরা দূরবর্তী স্থান থেকে হাজির না হতে পারলেও আদালতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারবেন ফলে মামলার দীর্ঘসূত্রিতা হ্রাস পাবে বলে তারা আশা প্রকাশ করেন।