Type to search

গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নড়াইল

গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি
“গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২৩-২৯ আগষ্ট) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বুধবার(২৩ আগষ্ট) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে বৃক্ষরোপনের উপকারিতা সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, সামাজিক বনায়ন জোন নড়াইলের সহকারি বন সংরক্ষক অমিতা মন্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের ১৪ ষ্টল খোলা হয়েছে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, গনমাধ্যমকর্মি, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।