Type to search

নড়াইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় ১০ হাজার  টাকা জরিমানা

নড়াইল

নড়াইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ রাখায় ১০ হাজার  টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখায় মাসুদ অ্যান্ড ব্রাদার্স ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার  সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় মাসুদ অ্যান্ড ব্রাদার্স ফার্মেসিতে অভিযান চালায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। পরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় এ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার শিবু দাস বলেন, মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে।