Type to search

নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নড়াইল

নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

নড়াইল প্রতিনিধি

মহান বিজয় দিবসে ব্যতিক্রমী আয়োজন ছিলো ফ্রি মেডিকেল ক্যাম্প। নড়াইলের ৪ স্বনামধন্য চিকিৎসকের উদ্যোগে এই ক্যাম্প শুরু হয় ১৬ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ট পর্যন্ত। শহরের আলাদাতপুরে হেলথ স্প্রিং ডায়াগনস্টিক সেন্টারে এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্যরা। হৃদরোগ, গাইনী, মেডিসিন, শিশু ও ইউরোলজী বিষয়ে ফ্রি চেকআপ আর চিকিৎসা পরামর্শ দিচ্ছেন আয়োজক চিকিৎসকরা।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিষয়ের সহকারী অধ্যাপক ডা. চয়ন সিংহ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. ঈশিতা বিশ্বাস, যশোরের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক. ডা. কিশোর কুমার বিশ্বাস ও ডা. সাবরিনা রহমান টিনা নির্ধারিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর কাজী হাবিবুল আলম, ডাইরেক্টর হাবিবুর রহমান,
মতিয়ার রহমান, উপদেষ্টা মোহাম্মাদ আলীসহ অনেকে।

এসব চিকিৎসকরা মিলেই নড়াইলে চালু করেছেন হেলথ স্প্রিং ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার। এই সেন্টারের মাধ্যমেই নড়াইলের বিভিন্ন এলাকায় চিকিৎসা সেবা দিচ্ছেন তারা।