Type to search

নড়াইলের এসপি সাদিরা খাতুন’র নির্দেশনায় অবরোধে মানুষের চলাফেরা স্বাভাবিক রাখতে পুলিশের পেট্রোলিং

নড়াইল

নড়াইলের এসপি সাদিরা খাতুন’র নির্দেশনায় অবরোধে মানুষের চলাফেরা স্বাভাবিক রাখতে পুলিশের পেট্রোলিং

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলা পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় বিএনপির ডাকা তিন দিন ব্যাপী অবরোধে মানুষের চলাফেরা স্বাভাবিক রাখতে পুলিশের Robust পেট্রোলিং করা হয়। নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী; অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ দোলন মিয়া; জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মোঃ ছাব্বিরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ মোটরসাইকেলে অন্যান্য পুলিশ সদস্যরা উক্ত টহলে অংশগ্রহণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমানের তত্ত্বাবধানে বিজিবি ও RAB এর টহল টিমসহ নড়াইল সদর থানার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ এবং লোহাগড়া থানাধীন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল পরিচালনা করা হয়। মানুষের জান-মালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।