Type to search

অভয়নগরে গলার কাটা লেবুগাতী খালের কচুরিপানা, অপসারণ

অভয়নগর

অভয়নগরে গলার কাটা লেবুগাতী খালের কচুরিপানা, অপসারণ

অভয়নগরে কৃষকের গলার কাটা লেবুগাতী খালের কচুরিপানা, অপসারণ করলো নিজেরাই

রবিউল ইসলাম, ইউনিয়ন প্রতিনিধি:

 শুক্রবার সকাল হঠাৎ করে দেখা যায় একদল শ্রমিক লেবুগাতী খাল হতে কচুরিপানা অপসারণ করছে, সরেজমিনে গিয়ে জানা গেলো কেন তারা এ কাজ করছে। যশোরের অভয়নগর, দক্ষিন নড়াইল ও পশ্চিম কালিয়ার সমন্বয়ে বিল বালিয়াডাঙ্গা। যার মধ্য দিয়ে বয়ে গেছে লেবুগাতী খাল যা মিশেছে ভৈরব নদীতে, অভয়নগর অংশের লেবুগাতী, হিদিয়া ও বাশুয়াড়ী গ্রামের কৃষকদের বিল বালিয়াডাঙ্গায় রয়েছে প্রায় ৫০০/৬০০ একর জমিতে মৎস্য ঘের, সেই সকল ঘেরে মাছ চাষের পাশাপাশি বিভিন্ন মৌসুমে সবজি চাষ করে থাকে, তাদের উৎপাদিত ফসল বাজারজাত করনের জন্য ঐ লেবুগাতী খাল দিয়েই নৌকাযোগে আহরণ করে থাকে, এছাড়া কৃষক তাদের চাষাবাদের জন্য বিলের মধ্যকার ঘেরগুলোতে নৌকাযোগে যাতায়াত করে থাকে, সেই খালেই জমেছে কচুরিপানা, বন্দ হয়েছে নৌকা চলাচল ব্যাবস্থা, কচুরিপানাই হয়েছে কৃষকের গলার কাটা, বর্তমানে চলছে শসা চাষের মৌসুম, ভরা মৌসুমে প্রতিদিন ৪০০/৫০০ মন শসা উক্ত খাল দিয়ে পরিবহন করবে কৃষকরা, এমতাবস্থায় ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হলে তিনি জানান এ সংক্রান্ত কোন বরাদ্দ ইউনিয়ন পরিষদে এই মুহুর্তে নাই, স্থানীয় কৃষকরা উপজেলা কৃষি অফিস বা অন্য কোন দপ্তরে না গিয়ে স্থানীয় ঘের চাষি সমিতির সহযোগিতায় নিজেরাই নিজেদের প্রয়োজনে লেবুগাতী খালের কচুরিপানা অপসারণ করে নিলেন, ২৬/০৮/২০২২ শুভরাড়া, অভয়নগর, যশোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *