Type to search

নওয়াপাড়ায় নৌ যান শ্রমিকের ১১ দফা দাবিতে মিছিল সমাবেশ অব্যাহত

অন্যান্য

নওয়াপাড়ায় নৌ যান শ্রমিকের ১১ দফা দাবিতে মিছিল সমাবেশ অব্যাহত

স্টাফ রিপোর্টার : নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ বেতন ভাতা বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে দেশের বিভিন্ন এলাকার মতো নওয়াপাড়া নৌ বন্দওে ও ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের তৃতীয় দিন অতিবাহিত হলেও দাবি মেনে নেয়নি মালিক পক্ষ ও সরকার। এদিকে ধর্মঘাটের কবলে পড়ে নওয়াপাড়া নৌ বন্দর অচল অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছ পণ্যবাহী তিনশতাধিক নৌ যান। ঐ সব নৌযানে তিন হাজার নয় শত শ্রমিক বেকার হয়ে পড়েছে । ঘটে লোড আনলোড বন্ধ থাকায় প্রায় ২৫ হাজার হ্যন্ডেলিং শ্রমিক বেকার হয়ে পড়েছে। দেশের বৃহত্তম সার কয়লার মোকামে বেচাকেনায় ভাটা পড়েছে। দাবি আদায়ে নওয়াপাড়া বাজারে শতশত নৌ যান শ্রমিক দফায় দফায় মিছিল সমাবেশ করছে। বৃহস্পতিবার বিকালে যশোর খুলনা মহাসড়কের নতুন বাসস্টান্ড এলকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশনের নেতা জাহাজ মাষ্টার মোস্তফা হোসেন,জসীম উদ্দিন,ইলিয়াজ হোসেন, আব্দুল করিম, খালেক হোসেন, সংগঠনের নওয়াপাড়া শাখার সদস্য সচিব নিয়ামুল ইসলাম রিকো প্রমুখ।