Type to search

বাংলাদেশ নিগৃহীত  অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়

বাংলাদেশ নিগৃহীত  অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
চলতি ২০১৮জনবল সংশোধনিতে অনার্স -মাস্টার্স স্তরের শিক্ষকবৃন্দের পদ অন্তর্ভুক্ত না হওয়ার শঙ্কাতে বর্তমান ও ভবিষ্যতে করনীয় নির্ধারনে আজ বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে।খুলনাস্ত নিজস্ব কার্যালয়ে( অস্থায়ী)  ঘন্টা ব্যাপি এ আলোচনা সভায় প্রথমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ড.দীপু  মনি মহোদয়ের করোনা মুক্তিতে স্রষ্টার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।পরবর্তীতে এ স্তরের শিক্ষকবৃন্দের পদ জনবলে অন্তর্ভুক্ত করা না হলে কি কর্মসূচির মাধ্যমে ২৮বৎসরের অভিশপ্ত নন এমপিও এ জীবনের মুক্তি মিলবে সে বিষয়ে বিভিন্ন শিক্ষক নেতা দিক নির্দেশনামূলক  বক্তব্য প্রদান করেন। শিক্ষক নেতারা অত্যন্ত আক্ষেপের  সঙ্গে বলেন, একই এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে সম যোগ্যতায় নিয়োগ পেয়েও কেউ সরকারি এমপিও সুবিধা পাবেন আবার কেউ বঞ্চিত হবেন এটা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোন ভাবেই মেনে নেয়া যায় না।তাঁরা আরো বলেন,এটি শুধু আর্থিক বঞ্চনার বিষয় নয়,এর সঙ্গে  জড়িয়ে আছে একটি দেশের সর্বোচ্চ শ্রেণির শিক্ষক সমাজের প্রতি রাষ্ট্র ও সমাজের চূড়ান্ত অস্মান। এ অসম্মান নিরসনে শিক্ষা মন্ত্রণালয় /সরকারকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে সংগঠনের সভাপতি ইমদাদুল হক মিলন তাঁর বক্তব্যে আরো বলেন,”যদি বর্তমান ২০১৮ সংশোধনাধীন জনবলে আমাদের পদ অন্তর্ভুক্ত না করা হয়, অথবা জনবলে আমাদের এমপিও বিষয়ে কোন বিকল্প পথের সুনির্দিষ্ট  উল্লেখ না থাকে তবে আমরা প্রয়োজনে রাজপথে আত্মাহুতি দিতেও দ্বিধা করব না।”তিনি আরো বলেন, এভাবে জীবন ধারণের থেকে মৃত্যুই শ্রেয়।”এ বিষয় বক্তারা আরো বলেন,পদ্মাসেতুর বিজয় উল্লাস আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের আলোক উদ্ভাসের অন্তরালে শিক্ষা ক্ষেত্রের ২৮বৎসরের এই অভিশপ্ততা এভাবে আর মেনে নেয় যায় না।সবশেষে, দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি হিসেবে  সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে কিছু প্রস্তাব পাশ করা হয়।ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থীত ছিলেন যে সব শিক্ষক নেতৃবৃন্দ ঃ শিক্ষক নেতা-মোঃসফিকুল ইসলাম,মোঃসুলতান আহমেদ, মোঃআলমগীর হোসেন,মিলন গোলদার,সবুজ বনিক,বিশ্বজিৎ কুমার,মোঃআকরাম  হোসেন,ধীমান ঢালী,মোঃঢালী আবদুল মান্নান, চিরঞ্জীব (এম এ আকাশ) প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়
Attachments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *