Type to search

দক্ষিণ সিটির ৬০ নম্বর ওয়ার্ডের অনেক এলাকা তলিয়ে গেছে ময়লা পানিতে

অন্যান্য

দক্ষিণ সিটির ৬০ নম্বর ওয়ার্ডের অনেক এলাকা তলিয়ে গেছে ময়লা পানিতে

ডেস্ক রিপোর্টঃ  রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ৬০ নম্বর ওয়ার্ডের জিয়া সরণীর বেশিরভাগ অংশই তলিয়ে গেছে পয়ঃনিষ্কাশনের ময়লা পানিতে। এছাড়া এলাকার ইসলামবাগ, রসুলবাগ, পাটেরবাগসহ অনেক এলাকার রাস্তা এখনো পানির নিচে। ময়লা আর দূর্গন্ধময় পানিতে চলাচলের কারণে অসুখ-বিসুখ লেগেই থাকে এলাকার বাসিন্দাদের।

দীর্ঘদিন ধরে পানিতে তলিয়ে আছে দনিয়া-কদমতলী এলাকার ৬০ নম্বর ওয়ার্ডের ইসলামবাগের রাস্তাটি। সিটি করপোরেশন কোন উদ্যোগ না নেয়ায় নিজ উদ্যোগে বালু ফেলে কিছুটা উঁচু করেছিলেন স্থানীয়রা। কিন্তু কোন কাজ হয়নি।

স্থানীয় এক নারী বলেন, ‘এখানে রাস্তায় পানি ও অনেক দুর্গন্ধ। এলাকাটা এগেও এরকম ছিলো, মাঝখানে একটু উন্নত হলেও এখন আবার আগের অবস্থা। একটু বৃষ্টি হলেই এখানে এরকম পানি জমে যায়। এরমধ্যে দিয়েই আমাদের হাঁটতে হয়।’

আরেক স্থানীয় ব্যক্তি জানান, ‘বাড়িওয়ালা মিলে টাকা দিয়ে রাস্তা উঁচু করেছে। তারপরেও রাস্তা পাকা হয়না।’

এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ। মানুষজনকে চলাচল করতে হয় এই ময়লা পানি মাড়িয়েই। দূর্গন্ধময় পানির কারণে অসুখ-বিসুখ যেন লেগেই থাকে এলাকার বাসিন্দাদের।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘অসুখ-বিসুখ তোো লেগেই আছে। এছাড়া অসুস্থ ব্যক্তিদের নিয়ে এখানে যাতায়াত করা কঠিন হয়ে যায়।’

দীর্ঘদিন ধরে পানিতে ময়লা-আবর্জনা জমে থাকায় এলাকার পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। বেড়েছে মশার উপদ্রবও।

আরো একজন জানান, ‘এখানে যে পানিটা দেখছেন সেটা হয়তো টেনে ফালাবে। তবে পরে যে কালারটা আসবে বিষাক্ত। মশার উৎপাদনের কারখানা হলো এটা।’

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা বার বার আশ্বাস দিলেও এতোদিনেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় এক বয়স্ক ব্যক্তি জানান, ‘কতবার আশ্বাস দেয় কিন্তু আমারা তার কোনপ্রতিফলন দেকতে পাইনি। তারা বলে কাজ হবে তবে দুর্ভোগ তো আমাদেরকেই সইতে হয়।’

সূত্র: DBC News

Tags: