Type to search

ঢাকায় এসেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী

জাতীয়

ঢাকায় এসেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী

 

অপরাজেয় বাংলা ডেক্স : চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শক্তিশালী। দু’দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীনা প্রতিরক্ষা মন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

এদিকে, করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় চীন থেকে টিকা পেতেও আগ্রহী বাংলাদেশ। চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সফরে টিকা ইস্যুও গুরুত্ব পাবে। মঙ্গলবার বিকেলে তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন।

গত বছর নভেম্বরে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। তবে সফরের আগ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

সূত্র,বাংলানিউজটোয়েন্টিফোর.কম