Type to search

জাহাজ চুরির আসামী ইমরানের বিরুদ্ধে নৌ শ্রমিকের ওপর হামলার অভিযোগ

অভয়নগর

জাহাজ চুরির আসামী ইমরানের বিরুদ্ধে নৌ শ্রমিকের ওপর হামলার অভিযোগ

নওয়াপাড়া অফিস
নওয়াপাড়া নৌ বন্দরের শংকরপাশা এলাকায় হেমারের ঘাটে
সন্ত্রাসী হামলায় দুই নৌ শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন দোলন ২ জাহাজের মাষ্টার বারেক আলী(৩১) ও এম ভি লিটু জাহাজের মাষ্টার মোশারফ হোসেন(৩৫)। আহতের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নৌযান শ্রমিক নেতারা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নৌ ট্রান্সেপোর্ট ব্যবসায়ী জাহাজ চুরির ওয়ারেন্ট ভূক্ত আসামী ইমরান হোসেনের নের্তৃত্বে অজ্ঞতনামা ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই দুই শ্রামির ওপর হামলা করে। সন্ত্রাসীরা তাদের শরীরের বুকে পিঠে মাথায়, লাঠিসোটা দিয়ে আঘাত করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এম ভি লিটু জাহাজের ড্রাইভার শাহাদত জমাদ্দার বাদি হয়ে সোমবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বাহার জানান, নৌ ট্রান্সেপোর্ট সায়াদ এন্টার প্রাইজের মালিক ইমরান হোসেনের নের্তৃত্বে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী এ হামলার ঘটনাটি ঘটিয়েছে। ইমরান হোসেন একটি জাহাজ চুরির মামলার ওয়ারেন্ট ভূূক্ত আসামী। ঢাকার দোহারে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। ওই মামলা নং ৯৪/ ২০২২ তারিখ ৪/৪/২০২২। তিনি ইমরান হোসেনর শাস্তি দাবি করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।