Type to search

জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল সংস্কারে আবারও ফুসে উঠেছে অভয়নগরের পানিবন্ধি মানুষ

অভয়নগর

জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল সংস্কারে আবারও ফুসে উঠেছে অভয়নগরের পানিবন্ধি মানুষ

শামছুজ্জামান মন্টু,ভ্রাম্যমান প্রতিনিধি: জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খালে শেওলা কচুরিপনা ও নেট পাটা অপসারনের জন্য আবারও ফুসে উঠেছে অভয়নগরের পানিবন্ধি মানুষ। কারণ দীর্ঘ বছর ধরে ভবদহউত্তর অঞ্চলের জনপদ ভবদহেরকড়াল গ্রাসের স্বিকার হয়ে মানবতার জীবন যাপন ও জলাবদ্ধতায় ভুগছেন। এ উপলক্ষে গত ১৭ই আগস্ট সন্ধ্যায় অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী বাজার চৌরাস্তা মোড়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় ও আলোচনা সভায় অভয়নগর উপজেলা সাবেক যুবলীগ সভাপতি ও নওয়াপাড়া পৌরসভা সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মোল্যার আহবানে সভাপতি হিসেবে অভয়নগরের সুন্দলী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে। এসময় জলাবদ্ধতা নিরসনের জন্য সভায় উপস্থিত থেকে আমডাঙ্গা খাল সংস্কারের বিভিন্ন দীগ নির্দেশনা আলোচনা করেন ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল,সুন্দলী ইউনিয়ন অ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, ও সমীরণ সরকার, সুন্দলী এস.টি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক দেবব্রত মন্ডল, সাবেক প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ পাড়ে,গাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, সাবেক শিক্ষক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, আ’লীগ নেতা চৈতন্য কুমার মন্ডল, সুন্দলী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি উজ্জ্বল বিশ্বাস,৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক, ৩নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক ভারত মল্লিক, ৫নং ওয়ার্ড অ’লীগ সাধারণ সম্পাদক ধীমান বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রজীৎ বিশ্বাস বুলেট, সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, ৭নং ওয়ার্ড যুবলীগ সভপতি গোপাল চন্দ্র মল্লিক, ইউপি সদস্য প্রকাশ বিশ্বাস, অর্ধেন্দু মল্লিক, তুষার কান্তি বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্ব¦াস, ইকবাল হোসেন, সুনিল কান্তি মন্ডল, পবিত্র বিশ্বাস প্রমূখ। মতবিনিময় ও আলোচনা সভায় বক্ত্যবে উঠে এসেছে আগামী ২০অক্টোবর শুক্রবার সকাল ৮ঘটিকায় সেচ্ছা শ্রমের মাধ্যমে আমডাঙ্গা খাল সংস্কারের জন্য সর্বসাধারণের প্রতি আহবান রেখেছেন।