Type to search

চৌগাছায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক পদক্ষেপ  ঘন্টা বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো শিশুরা

চৌগাছা

চৌগাছায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক পদক্ষেপ  ঘন্টা বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো শিশুরা

শ্যামল দত্ত চৌগাছা(যশোর) থেকেঃ

যশোরের চৌগাছা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক পদক্ষেপ  ঘন্টা বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো শিশুরা। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সময় একই সঙ্গে, একযোগে বাংলাদেশের শিশুরা এক মিনিট ধরে ঘন্টা বাজিয়ে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার আদায়ে দৃষ্টি আকর্ষণ করলো নীতি নির্ধারক ও দেশবাসীর। আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা, ঢোল, বাদ্যযন্ত্র এমনকি থালা বাসনে আওয়াজ তুলে প্রতিকী এ কর্মসূচী পালন করেছে।

একই সময়ে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী “আমরা ঘন্টা বাজাই” নামক এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে। যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারেনা তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী নয় এমন সকল শিশু, তাদের শিক্ষক, অভিভাবক মিলে এ কর্মসূচী পালনের মাধ্যমে সংশ্লিষ্ট নীতি নির্ধারন কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষন করলো। যশোরের চৌগাছা উপজেলার  পুড়াহুদা সরকারী প্রাথমিক  বিদ্যালয়ে দুপুর বারোটা থেকে বারোটা এক মিনিট পর্যন্ত একযোগে ঘন্টাধ্বনী বাজালো চৌগাছার শিশুরা। এ কর্মসূচীতে বিশিষ্টজন ও নীতি নির্ধারনী কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল  আশরাফ, প্রধান শিক্ষক  মোঃ আব্দুল জব্বার,  ইউপি সদস্য মাসুম বিল্লাহ, সাংবাদিক শ্যামল কুমার দত্ত, ডাক্তার জি এম জাকারিয়া, দাতা সদস্য ফজলুল হক, প্রকল্প কর্মকর্তা মামুনুর রশিদ বকুল, মোশারেফ হোসেন. জহুরা খাতুন, ইসরাফ্রিল হোসোইন, সেল্প হেল্প গ্রæপ প্রতিনিধি জয়নব আবেদিন পুষ্প, সুমন রহমান, মনিরুল ইসলাম, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সারাবিশ্বব্যাপি এই কার্যক্রমটি একইভাবে উদযাপন করছে প্রতিবন্ধী ও সাধারণ স্কুলগামী শিক্ষার্থীরা তাদের স্কুলের আঙ্গিনায় একত্রিত হয়ে ১ মিনিটব্যাপি বেল ও ড্রাম বাজিয়ে অসাধারণভাবে কোলাহল তৈরী করেছে। এর মাধ্যমে তারা প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয় গমনে প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে সকল প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য নীতি-নির্ধারক ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করলো। আশরাফ ফাউন্ডেশন এর মাধ্যমে যশোর জেলার চৌগাছা উপজেলায় তা বাস্তবায়ন করছে। আশরাফ ফাউন্ডেশনের সমন্বয়কারী মামুনুর রশীদ বকুল জানান, এসব স্কুল প্রতিবন্ধী শিশুদের জন্য আক্ষরিক ও চারিত্রগতভাবে আরও বেশি প্রবেশগম্য হওয়া প্রয়োজন। শিক্ষক ও শিক্ষা উপকরণ যেন প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করতে পারে এবং শিক্ষা যে প্রতিবন্ধী শিশুরও মৌলিক অধিকার সেটা যেন সকলে অনুধান করে। সে  কারণে বৈশ্বিক কর্মসূচীর সাথে চৌগাছার শিশুদের একাত্সমতা ঘোষণায় এ আয়োজন। তিনি প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার ইতিবাচক মানসিকতা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহŸান জানা।