Type to search

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুন্দলীতে শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি পালিত

অভয়নগর

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুন্দলীতে শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি পালিত

স্টাফ রিপোর্টার : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য শ্রীশ্রী কৃষ্ণের ৫হাজার ২’শ ৪৭তম শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) অভয়নগর উপজেলার শ্রীশ্রী রূপ-সনাতন স্মৃতি তীর্থ মন্দির, রামসরায় পালিত হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শতশত কৃষ্ণ ভক্তদের উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব তিথিতে সকল ধর্মীয় আচার মেনে রাত ১০.৩০টায় ভগবান শ্রীশ্রী কৃষ্ণের অভিষেক অনুষ্ঠান শুরু করে। পরবর্তীতে পর্যায়ক্রমে মঙ্গলঘট স্থাপন, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, শ্রীশ্রী কৃষ্ণের আগমনী মন্ত্র উচ্চরণ, পূজার্চনা, পুষ্পবৃষ্টি, দুগ্ধ¯œান, তাঁর জীবনী সম্পর্কে আলোচনা, ভক্তিপূর্ণ নাম সংকীর্ত্তন ও আগত সকল কৃষ্ণভক্তদের প্রসাদ বিতরনের মধ্য দিয়ে শ্রীশ্রী কৃষ্ণের অভিষেক অনুষ্ঠান শেষ হয়। আগত সকল কৃষ্ণভক্তের উপস্থিতিতে ভগবান শ্রীশ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি প্রাণবন্ত হয়ে ওঠে।