Type to search

চৌগাছায় আন্তর্জাতিক মাতৃভাষায় শহীদদের প্রতি পুষ্পস্তাবক অর্পণ

ঝিকরগাছা

চৌগাছায় আন্তর্জাতিক মাতৃভাষায় শহীদদের প্রতি পুষ্পস্তাবক অর্পণ

শ্যামল দত্ত  চৌগাছায় (যশোর)  থেকেঃ
যশোরের চৌগাছায় ২১ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধাশীল। মঙ্গলবার (২১ফেব্রুয়ারি)উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, চৌগাছা থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, পৌরসভা, প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিএনপিসহ অঙ্গ সংগঠন, পূজা উদযাপন পরিষদ, ব্যবসায়ী সমিতি, বাসদ,হোমিও ডাক্তার ও ফার্মেসীএসোসিয়েশন সহ বিভিন্ন ব্যাংক, এনজিও প্রতিষ্ঠান, সুধী সমাজ ভাষাশহিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। মঙ্গলবার সকাল ৮ সময় প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। সকাল  ১০টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  উপজেলা নির্বাহি অফিসার ইরুফা সুলতানা  সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান  ড.অধ্যক্ষ  মোস্তানিছুর রহমান, বিশেষ অতিথির উপস্থিত ছিলেন বুঝলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার  সমরেম বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ইসতিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার,, আনসার ভিডিপি অফিসার মমতাজ বেগম, মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।