Type to search

কুষ্টিয়ায় হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়

অন্যান্য শিক্ষা

কুষ্টিয়ায় হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়

আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন শাহের নামে কুষ্টিয়ায় স্থাপন হচ্ছে ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়’। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের লক্ষ্যে সরেজমিন তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে ইউজিসি চেয়ারম্যান বরাবর চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়, কুষ্টিয়া হাউজিং স্টেটের প্লট নম্বর ৬ ও ৭ নম্বর প্লটের ঠিকানায় বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন জানিয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফওজিয়া আলম।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেলে মোট ১০৮টিতে দাঁড়াবে।সূত্র,  বাংলা ট্রিবিউন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *