Type to search

চুয়াডাঙ্গায় অপহরণের ১০ ঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার, আটক ৫

অপরাধ জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় অপহরণের ১০ ঘণ্টা পর অপহৃত শিশু উদ্ধার, আটক ৫

 অপরাজেয় বাংলা ডেক্স : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপহরণের ১০ ঘণ্টা পর অপহৃত শিশু কাজী ফারহান সিফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রাত ৩টার দিকে আলমপাঙ্গা শহরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা কাজী সজীবের আপন চাচাতো ভাইসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে বাড়ির সামনে থেকে ওই শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, বুধবার বেলা ৫টায় বাড়ির পাশে খেলছিল ফারহান। এসময় অজ্ঞাত দু’জন জুসের প্যাকেট দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। অপহরণের প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় ফারহানের বাবার মোবাইল ফোনে কল দেয় অপহরণ চক্র। এসময় ফারহানের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ফারহানকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় তারা। রাতেই শিশুটির বাবা দন্ত চিকিৎসক কাজী সজীব আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মাঠে নামে পুলিশের বেশ কয়েকটি দল।

পরে, রাত ৩টায় শহরের পিলখানার কাছে কবিরাজ মিজানের বাড়ি থেকে ফারহানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অপহরণের সাথে সম্পৃক্তার অভিযোগে শিশুটির বাবা কাজী সজীবের আপন চাচাতো ভাইসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরেক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র, DBC বাংলা