Type to search

চট্টগ্রামের জনসভায় প্রধানমন্ত্রী

জাতীয়

চট্টগ্রামের জনসভায় প্রধানমন্ত্রী

জনসভাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে উঠেছে পলোগ্রাউন্ড ময়দান। দুপুর একটার পর সেখানে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। নৌকার আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ। সকাল থেকে মিছিল নিয়ে আসতে থাকেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

চট্টগ্রামের জনসভায় পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বেলা ৩টা ৫ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর জনসভাস্থল নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে পৌঁছায়।

তার সঙ্গে উপস্থিত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ প্রমুখ।

জনসভাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে উঠেছে পলোগ্রাউন্ড ময়দান। দুপুর একটার পর সেখানে আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয়। নৌকার আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ। সকাল থেকে মিছিল নিয়ে আসতে থাকেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

জনসভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছান। ওই সময় সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদসহ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বিএমএতে ৮৩তম দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ৩০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে চট্টগ্রাম শহরে। সভাস্থল এলাকায় নিরাপত্তার দায়িত্বে আছেন সাড়ে সাত হাজার পুলিশ সদস্য।