Type to search

চক্ষু কর্ণ পর্নের দেয়াল

সাহিত্য

চক্ষু কর্ণ পর্নের দেয়াল

বিলাল মাহিনী

একজন দার্শনিক বলেছিলেন-“যুদ্ধ ও যৌনতা মানে না কোনো আইন” তাই যুদ্ধ ও যৌনতায় শাস্তি দেয়া অন্যায়।
তবুও ছিদ্রান্বেষী এক শ্রেণির বকধার্মিক সাধু! যুদ্ধ বা যৌনতার ফিরিস্তি ব্যবসায় মগ্ন।

সারারাত পর্ন দেখে
সকালে পরের পরকীয়া তালাশে বেরিয়ে যাই যৌনপল্লিতে
উঁকি মেরে দেখি অজস্র শুক্রাণুর খেলা…
ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু আছে কি দুনিয়ায়!
এখন দেয়ালেরও আছে চক্ষু কর্ণ
সে খুঁজে ফিরে লুকোনো পর্ন।

একদিন মানুষ যুদ্ধ ও যৌনতা ছেড়ে দেবে সোসাইটি টেকনোলজি ও রিলিজিয়নের ভয়ে,
বিশ্ব গাধা খচ্চরের উর্বর ভূমি হবে
হারিয়ে যাবে মানব সভ্যতা।

একা হয়ে যাবে হিউম্যানিটি
পড়ে রবে সব অবলা ঘটিবাটি
অচিরেই এআই রোবট দাপিয়ে বেড়াবে চারপাশ
বেবিডল-সেক্সটয় কেড়ে নেবে যৌনরস, কৃত্রিম প্রজননে ভরবে অবনি
শেষমেশ মানুষ পুনঃরায় ফিরে যাবে হারিকেন-কুপির দুনিয়ায়
মাটির কাছে, কাঠের কাছে
সবুজের কাছে।

২২-৭-২৩