Type to search

দিনাজপুরে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম এমপি

জেলার সংবাদ

দিনাজপুরে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম এমপি

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবন ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শনিবার সকালে (২২ জুলাই-২০২৩) এই ভবন দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন। বঙ্গবন্ধু কন্যার চিন্তা ছিল শিক্ষিত জাতি গড়ার মাধ্যমে এ দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করা। কারণ একটি শিক্ষিত জাতিই পারে উন্নয়নশীল দেশ গড়তে। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার স্বপ্ন এখন ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়া।
তিনি বলেন, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে শেখ হাসিনা। বঙ্গবন্ধু শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। স্মার্ট দেশ গড়ার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই।
উল্লেখ্য, ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবন ও ৬৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
পৃথক দু’টি অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অদিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষম মোঃ মাসউদ আলম প্রমুখ।