Type to search

কেশবপুরে জয়িতা সংবর্ধনা পেলেন রত্নগর্ভা মা শাহানারা বেগম। ৪ সন্তান সকলে মেডিকেল অফিসার।

কেশবপুর

কেশবপুরে জয়িতা সংবর্ধনা পেলেন রত্নগর্ভা মা শাহানারা বেগম। ৪ সন্তান সকলে মেডিকেল অফিসার।

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুরে সফল জয়িতা হিসেবে সংবর্ধনা পেয়েছেন রত্নগর্ভা মা শাহানারা বেগম। যার স্বামী, ৪ সন্তানসহ পরিবারের সকলে মেডিকেল অফিসার। পরিবারের ৬ জন সহ দুই জামাতাও ডাক্তারি পেশায় নিয়োজিত।
  কেশবপুরে এক রত্নগর্ভা মায়ের নাম শাহানারা বেগম। বয়স ৫৬ বছর । পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক ওসফল গৃহীনি। কেশবপুর শহরের  স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমানের স্ত্রী তিনি। কেশবপুর পৌর সভার ট্রাক টার্মিনালের পাশে মধ্যকুল গ্রামে তার বাড়ি। শাহানারা বেগম এক পুত্র ও ৩ কন্যা সন্তানের মা। তাঁর স্বামী ডাক্তার হাবিবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কেশবপুর পৌর শহরের চক্ষু চিকিৎসক হাবিবুর রহমান। ডাক্তর শাহানারা বেগমের বড়ো মেয়ে ডাক্তার ফারহানা রহমান ঢাকা মহাখালি স্বাস্থ্য অধিদপ্তরের আই ই ডি সি আর। দ্বিতীয় কন্যা সানজানা রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার। ছোট কন্যা শাহরিয়ার রহমান ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার এবং এক মাত্র পুত্র সন্তান ডাক্তার হাদিউর রহমান সিয়াম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হিসাবে কর্মরত এবং খুলনার একটি বেসরকারী মেডিকেল কোচিং সেন্টার “ঢাকা মেডিকেল কলেজ ইস্কলার”-এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। ডাক্তার শাহানারার দুই জামাতাও চিকিৎসা পেশায় নিয়োজিত। গত শনিবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদে জয়িতা হিসাবে যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে তার মধ্যে ডাক্তার শাহানারা বেগম ছিলেন অন্যতম।