Type to search

কেশবপুরে আওয়ামীলীগের ৩জন স্বতন্ত্র প্রার্থীসহ ৬জনের মনোনয়ন পত্র দাখিল। 

কেশবপুর

কেশবপুরে আওয়ামীলীগের ৩জন স্বতন্ত্র প্রার্থীসহ ৬জনের মনোনয়ন পত্র দাখিল। 

কেশবপুরে আওয়ামীলীগের ৩জন স্বতন্ত্র প্রার্থীসহ ৬জনের মনোনয়ন পত্র দাখিল। 
আওয়ামীলীগে একাধিক প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর যশোর) থেকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। অনেক নেতাকর্মী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। অপর দিকে প্রধান বিরোধী শক্তি বিএনপির নেতাকর্মীরদের কেউ রয়েছে জেলখানায়, কেউ রয়েছে আত্বগোপনে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে বৃহস্পতিবার মনোনয়নপত্র সহকারী রিটার্নিং অফিসার তুহিন হোসেনের নিকট  জমা দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু প্রমুখ।একই দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা, খন্দকার আজিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ব্যারিষ্টার হোসাইন ইসলাম, জাতীয় পার্টি প্রার্থী জি এম হাসান, জাকের পার্টি প্রার্থী সাহেদুজ্জামান।
এদিকে উপজেলার নির্বাচনী অফিস সুত্রে জানা গেছে, জাতীয় সংসদীয় আসন-৯০ যশোর-৬ কেশবপুর আসন উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন পরিষদের নিয়ে গঠিত হয়েছে। এই সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩ ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ১০ জন ও তৃতীয় লীঙ্গের ১ জন ভোটার রয়েছে ।
  কেশবপুর উপজেলা নির্বাচনী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৮১ টি ভোট কেন্দ্রের ৫০৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।