Type to search

বিরোধী দলকে বাইরে রেখে দলীয় সরকারের অধিনে নির্বাচন জনগণ হ’তে দেবে না।

অন্যান্য অপরাধ জাতীয়

বিরোধী দলকে বাইরে রেখে দলীয় সরকারের অধিনে নির্বাচন জনগণ হ’তে দেবে না।

 

প্রেস বিজ্ঞপ্তি

বিরোধী দলকে বাইরে রেখে দলীয় সরকারের অধিনে নির্বাচন জনগণ হ’তে দেবে না। ১৪, ১৮ এর স্টাইলের নির্বাচন জনগণ বর্জন করবে। ভোট-ভাতের অধিকার কেড়ে উন্নয়নের শ্লোগান মানুষ খাচ্ছে না। তাই আওয়ামী লীগ বিরোধীদের ও জনগণকে বাদ দিয়ে নিজেরা নিজেরা ভোট ভোট তামাশা খেলতে যাচ্ছে। তা বাস্তবায়ন হ’তে দেওয়া যাবে না। ১৫ বছরে লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে- দেশটাকে ছোবলা করেছে। তাই জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার সংগ্রামে তদারকি সরকারের বিকল্প নাই। আসুন প্রহসনের নির্বাচন বর্জন করি।
এক তরফা নির্বাচনী তফসিল বাতিল, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন ও হামলা মামলা নির্যাতন, আটকের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কালো পতাকার মিছিলের অংশ হিসাবে যশোর জেলা বাম গণতান্ত্রিক জোট মিছিল উত্তর এক সমাবেশে জোটের সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু উপরোক্ত কথা বলেন।
আজ বিকাল ৪-৩০ এ প্রেসক্লাব এর সামনে থেকে কালো পতাকার মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে আইনজীবী মিলনায়তন এর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
মিছিলে উপস্থিত ছিলেন কমরেড তসলিম উর রহমান, কমরেড নাজিমউদ্দিন, কমরেড শাহজান আলী, কমরেড হাচিনুর রহমান, কমরেড আমিনুর রহমান হিরু, কমরেড মফিজুর রহমান নান্নু, কমরেড আলাউদ্দিন প্রমুখ।