Type to search

কর ফাঁকির মামলায় কর্নেল (অব) শহীদ উদ্দিন খানের কারাদণ্ড

জাতীয়

কর ফাঁকির মামলায় কর্নেল (অব) শহীদ উদ্দিন খানের কারাদণ্ড

অপরাজেয় বাংলা ডেক্স

 

জাতীয় রাজস্ব বোর্ডের মামলায় কর ফাঁকি, অপ্রদর্শিত আয় এবং মিথ্যা তথ্য প্রদানের দায়ে অবসরপ্রাপ্ত কর্ণেল শহীদ উদ্দিন খানকে ৯ বছরের সাজা দিয়েছেন আদালত।   

লন্ডনে সপরিবারে পলাতক রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খান। অভিযোগ রয়েছে, তিনি লন্ডনে পরিবারসহ বেশ কয়েকটি বাড়ি ক্রয় করে বিলাসবহুল জীবনযাপন করছেন। তিনি দুবাই এবং লন্ডনে লন্ডনে প্রচুর টাকা পাচার করেছেন।

বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে ৫৪টি একাউন্টে তার লেনদেনের তথ্য প্রমাণাদি পাওয়া গেছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা রয়েছে। তা সিআইডি তদন্ত করছে।

দুর্নীতি দমন কমিশন দেশে বিদেশে তার অবৈধ সম্পদ অনুসন্ধান করছে। সম্প্রতি অস্ত্র মামলায় পলাতক অবসরপ্রাপ্ত কর্ণেল শহীদ উদ্দিন খান  এবং তার স্ত্রী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা চলছে।

সূত্র, DBC বাংলা