Type to search

করোনা ও উপসর্গে সারা দেশে আরও ৬৯ জনের মৃত্যু

জাতীয়

করোনা ও উপসর্গে সারা দেশে আরও ৬৯ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স : গত ২৪ ঘণ্টার করোনা আপডেট থেকে এ তথ্য জানা গেছে। রাজশাহীতে ১২, কুষ্টিয়ায় ৫, চট্টগ্রামে ৬,  চুয়াডাঙ্গায় ১২, খুলনায় ১৫, ময়মনসিংহে ১১, সাতক্ষীরায় ৬  ও পঞ্চগড়ে ১ জন মারা গেছেন।

 

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন মারা গেছেন।

 

রোববার (৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।জাগোনিউজ২৪

কুষ্টিয়া: ২৪ ঘণ্টায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ৬০৯টি নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১.৬৯ শতাংশ।

চট্টগ্রাম: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭১৭ জনে। একই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩৬৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৩৬৮ জনে।

রোববার (৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২২৩ ও উপজেলার ১৪৬ জন। আর টিভি

 

চুয়াডাঙ্গা: ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে এরা সবাই জেলার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। সময় টিভি

খুলনা: গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেড জোনে ১০২, ইয়েলো জোনে ৪১, আইসিইউতে ২০ ও এইচডিসিতে ২০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সময় টিভি

 

সাতক্ষীরা: সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৩৬৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেল। আর করোনা পজেটিভ রোগী মারা গেছে ৭৫ জন। এদিকে ১১৩ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের পজেটিভ হয়েছে। আক্রান্তের হার ৪০ শতাংশ। সবমিলিয়ে করোনা সংক্রমণ কমে আসলেও মৃত্যুর হার এখনো স্বাভাবিক হয়নি।
পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮০ জন।সূত্র,আমাদের সময়.কম