Type to search

অভয়নগরে বিভাগীয় সর্ববৃহৎ তাফসীরুল কুরআন মাহফিলের শুভউদ্বোধন

অভয়নগর

অভয়নগরে বিভাগীয় সর্ববৃহৎ তাফসীরুল কুরআন মাহফিলের শুভউদ্বোধন

নওয়াপাড়া অফিস
অভয়নগরে ১৫তম খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে উপজেলর ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। শুক্রবার বিকালে মাহফিলের উদ্বোধন ঘোষণা করেন সাবেক সংসদ সদস্য ও মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি এমএম আমিন উদ্দিন। মাহফিল কমিটির অন্যতম আয়োজক উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা জানন, ইসলাম ধর্মাবলম্বীদের ১৫তম তাফরিুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে অভয়নগর উপজেলঅর ধোপাদী গ্রামে। প্রতিবছরের ন্যায় এবারও ৪ দিন ব্যাপী চলবে এ তাফসিরুল কুরআন মাহফিল।স্থানীয় ধোপাদী গ্রাম, সবুজ বাগ ও পোড়াবাড়ি এলাকাসহ সর্বস্তরের জনগনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ্ মাহফিল।১লা মার্চ আজ শুক্রবার থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে এ মাহফিল।
১ দিন প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ঢাকা থেকে আগত হযরত মাওঃ মুফতি মনিরুজ্জামান আল জামী। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন হযরত মাওঃ মুফতী রাকিবুল হাসান ইমাম ও খতীব, একতারপুর ফারজীবাড়ী জামে মসজিদ। সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম।
২ মার্চ দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন ঢাকা মিরপুর থেকে আগত মাও: মুফতি আমজাদ হোসাইন আশরাফী। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন ধোপাদী নুরানি মাদ্রাসা মোহতামিম মাওলানা আব্দুর রব। সভাপতিত্ব করেন ইমাম ধোপাদী মোড়লপাড়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা আঃ মান্নান।
৩ মার্চ প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন ঢাকা থেকে আগত মাওঃ ক্বারী জুবায়ের আহমদ। দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন দড়াটানা মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি মুজিবুর রহমান। সভাপতি হিসেবে থাকবেন ইমাম সবুজ বাগ জামে মসজিদের ইমাম মাও: মোস্তফা কামাল। ৪ মার্চ মাহফিলের শেষ দিনে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আসাম ভারতের হযরত মাওঃ আব্দুস সুবহান, দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন মুহতামিম নওয়াপাড়া আমেনা মহিলা মাদরাসার মাওঃ মাসুম বিল্লাহ। ঐদিন সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের সাবেক সদস্য ও মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি এমএম আমিন উদ্দিন ।