Type to search

অভয়নগরে নাশকতার মামলায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেপ্তার

আইন ও আদালত

অভয়নগরে নাশকতার মামলায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় নাশকতার মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়
জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া,
সিদ্ধিপাশা ও বাঘুটিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে
জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, অভয়নগর উপজেলার একতারপুর তালতলা বাজার মোড় সংলগ্ন
ঘটনা স্থাল থেকে পেট্টোল বোমা সদৃশ্য বস্তু আলামত হিসাবে উদ্ধার করা হয়। এ
ঘটনায় থানা পুলিশের উপপরিদর্শক এসএই মোকলেস বাদী হয়ে মামলাটি করেন।
সরকারের ভারমূর্তি খুন্ন করা সহ বিস্ফোরক ঘটনার অপরাধে অভয়নগর থানা পুলিশ
বাদি হয়ে বিএনপি ও জামাতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে, অজ্ঞাত নামা করে
৫০/৬০ জনের নামে মামলা করা হয়। যার মামলা নম্বর-১ তারিখ ১/১১/২০২৩।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন
জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম (৫৫), একই ইউনিয়নের ৬
নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মফিজুর রহমান (৩৫), সিদ্ধিপাশা ইউনিয়নের ৯
নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বাবুরাম বিশ্বাস (৬৫), বাঘুটিয়া
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল হালিম (৪৭), একই ইউনিয়নের
১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুহিন মুন্সী (৩৩) ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির
সদস্য উজ্জ্বল শেখ (৩৫)।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ
জানান, নাশকতা মামলায় জামায়াত-বিএনপির পলাতক ৬ জনকে গ্রেপ্তার করা
হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আইন
শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।