সিরাজগঞ্জের সলঙ্গায় থানা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটিকে অবান্চিত ঘোষনা
সলংগা প্রতিনিধি: শুক্রবার বিকেল ৪ঘটিকার সময় থানা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তাগন বলেন,নবগঠিত আহবায়ক কমিটিতে স্থান পাওয়া আহবায়ক রাশেদুল হাসান পাপন,বিগত ১০টি বছর থানা যুবদলের সভাপতি থাকাকালীন সময়ে নিজদলের ইফতার মাহফিল,প্রতিষ্ঠা বার্ষিকী, জিয়ার রহমানের মৃত্যু বার্ষিকী,১৬ই ডিসেম্বর, ২৬শে মার্চ,২১শে ফেব্রুয়ারি, দলীয় প্রোগ্রাম, হরতাল,অবরোধ ,মিছিল মিটিং, এমন কি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুপস্থিত থেকে নিজেকে ব্যর্থ সংগঠক হিসাবে পরিচিতি করেছেন এবং থানা যুবদলকে করেছেন নিস্ক্রিয়। সেই ব্যর্থ নেতা কিভাবে থানা যুবদলের আহবায়ক নির্বাচিত হয়? এমনটি প্রশ্ন রেখে নবগঠিত আহবায়ক কমিটি কে অবান্চিত ঘোষণা করেন নেতৃবৃন্দ এবং ৭২ঘন্টার মধ্যে উক্ত কমিটি কে বিলুপ্ত ঘোষণা করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তাগন। উক্ত প্রতিবাদ সভায় নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে, যুগ্ন-আহবায়ক সেলিম এলাহীর পরিচালনায়, বক্তব্য রাখেন থানা বিএনপি’র যুগ্ন-আহবায়ক শরিফুল ইসলাম হাবু,সদস্য ইকবাল বাহার জালাল,আহসান হাবিব, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক শেখ রফিকুল ইসলাম, সলঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক আজাদুর রহমান আাজাদ,ঘুড়কা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক গোলাম সরোয়ার দুলাল নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিজান,আঃ মমিন,আঃ আলীম, তারিফ মাহমুদ,সদস্য আরিফ,আঃ কুদ্দুস টুকু,শামীম,মেহেদী,খোকন,আয়ুব, আশরাফ,শাহ আলম,তারিকুল, ইলিয়াস,কালাম, প্রমুখ।