Type to search

যশোরকে বিভাগ ও পৌরসভাকে সিটিতে উন্নীত করার দাবি কাজী নাবিলের

যশোর

যশোরকে বিভাগ ও পৌরসভাকে সিটিতে উন্নীত করার দাবি কাজী নাবিলের

যশোর জেলাকে বিভাগ ও পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি তুলেছেন কাজী নাবিল আহমেদ। একই সঙ্গে তিনি যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি তোলেন। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এ দাবি করেন।
তিনি তার বক্তব্যে বলেন, ‘যশোর জেলাবাসীর পক্ষ থেকে দাবি করতে চাই, বৃটিশ-ভারতের প্রথম জেলাকে অবিলম্বে নতুন বিভাগ ঘোষণা করা হোক। যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে এবং  বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হোক।’

বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আ’লীগ দলীয় এই এমপি সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এ সময় তিনি ব্যক্তি আয়করমুক্ত সীমা তিন লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করেন।

আগামী ২৫ জুন নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের প্রসঙ্গ টেনে দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের এই এমপি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনে দক্ষিণ ও দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে আছি। এই সেতুর কারণে এই অঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর সংযোগ আরও বৃৃদ্ধি ও সহজতর হবে। ব্যবস্থা-বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। বর্তমান সরকারের আমলে যশোরে যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে, তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।’