লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনাকে হামলা বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি দেশটিকে যে কোন ধরনের সহযোগিতা দিতে চেয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিস্ফোরণে এক অস্ট্রেলিয়ান নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ঘটনার পরপর লেবাননকে সহযোগিতার আশ্বাস দিয়ে টুইট করেছেন অনেকেই। সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ শোক জানিয়েছেন। লেবাননকে সহযোগিতা করতে তার দেশ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, এরই মধ্যে সহযোগিতা পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে টুইট করেছেন।