Type to search

বিদ্যুৎস্পর্শে শ্রীবরদীতে নির্মাণ শ্রমিক সহোদর ২ ভাইয়ের মৃত্যু

জাতীয়

বিদ্যুৎস্পর্শে শ্রীবরদীতে নির্মাণ শ্রমিক সহোদর ২ ভাইয়ের মৃত্যু

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ঢালাই কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিক সহোদর ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লালের বাড়িতে কাজ করার সময় মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে চককাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের বড় ছেলে সাহেব আলী (৩৫) ও তার ছোট ভাই রবিউল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা চেয়ারম্যান বাড়িতে বাথরুমের পিলার ঢালাই করার জন্য রডের খাঁচা গর্তে নামাচ্ছিল সহোদর সাহেব আলী ও রবিউল ইসলামসহ ৩ শ্রমিক। ওইসময় পাশের আব্বাস আলীর মিলের টিনের চালে রডের খাঁচা স্পর্শ করার সাথে সাথে ওই ৩ শ্রমিক বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলী ও রবিউলকে মৃত ঘোষণা করেন।
তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল জানান, আব্বাসের মিলের টিনের চালে বিদ্যুতের আর্থিং করা ছিল। সেখানে রডের খাঁচা স্পর্শ করলে ওই দুর্ঘটনা ঘটে। চোখের পলকে এমন হৃদয়বিদারক ঘটনা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি বলেন, নিহতরা আমার খুবই কাছের। তাদের পরিবারের জন্য যা যা করা দরকার সবই আমরা করবো।

শ্রীবরদী থানার এসআই সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২ ভাইয়ের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনরা এলে তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: