Type to search

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৩৫, আহত ৬০

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ৩৫, আহত ৬০

অপরাজেয়বাংলা ডেক্স: ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৬০ জন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বাগদাদের সদর সিটিতে একটি জনবহুল মার্কেটে এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

আজ দেশটিতে ঈদুল আযহা উদযাপনকে সামনে রেখে এই হামলার ঘটনা ঘটলো। অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় ছিন্নভিন্ন অঙ্গপ্রতঙ্গ ছড়িয়ে থাকতে দেখা যায়। লোকজন তখন ঈদের কেনাকাটা করছিল।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট- আইএস। ২০১৮ সালের জানুয়ারির পর বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা এটি। তিন বছর আগে তায়ারান চত্বরে হওয়া আগের হামলায় ৩৫ জন নিহত হয়েছিল।

এদিকে, হামলার পর দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি। বেসামরিক নাগরিকদের ওপর এ সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ।সূত্র,ডিবিসি নিউজ