Type to search

পাইকগাছা প্রথম শ্রেণীর পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা জাতীয়

পাইকগাছা প্রথম শ্রেণীর পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌরসভা মাঠে মেয়র সেলিম জাহাঙ্গীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আক্তারজজামান বাবু, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত লিপিকা ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বিএম খালিদ হোসেন সিদ্দিকী, পাইকগাছা থানার ওসি এজাজ শফী, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরন সাধু,যুগ্ন -সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, পাইকগাছা উপজেলার সভাপতি ও পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান,রিপন কুমার মন্ডল, যুবলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আজিজুল হাকিম, বক্তব্য রাখেন আ, লীগ নেতা নির্মল অধিকারী,বিভুতি ভূষণ সানা, আরশাদ আলী বিশ্বাস,অধ্যক্ষ মিহির বরন মন্ডল, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, সেলিম নেওয়াজ, আলাউদ্দীন গাজী,আসমা আহমেদ,সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম । অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ,ত্রীপঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় , তার পর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। মতবিনিময় শেষে ৭ কোটি টাকা ব্যয় পৌর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ।

Tags: