Type to search

পর্বতারোহী রেশমা হত্যার বিচারের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন

জাতীয়

পর্বতারোহী রেশমা হত্যার বিচারের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন

মির্জা মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের মেয়ে পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা নাহার রত্নাকে মাইক্রোবাস দিয়ে ধাক্কা দিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা রত্না হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামের মুক্তিযোদ্ধা (বীর বিক্রম) আফজাল হোসেন শিকদারের কনিষ্ঠ কন্যা পর্বতারোহী ও শিক্ষক রেশমা নাহার রত্না গত ৭ আগস্ট সকালে ঢাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইকেল চালানোর সময় মাইক্রোবাস চাপায় নিহত হয়। এ ঘটনায় ওই দিন নিহতের ভগ্নিপতি মনিরুজ্জামান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক ব্যাংক কর্মকর্তা এসএম দারুস সালামকে আটক এবং মাইক্রোবাসটি জব্দ করে। আটক ব্যাংক কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আলোচিত মামলাটি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে।

Tags: