Type to search

নড়াইল জেলার স্বেচ্ছাসেবিদের মাঝে অনুদানের চেক বিতরণ

জাতীয়

নড়াইল জেলার স্বেচ্ছাসেবিদের মাঝে অনুদানের চেক বিতরণ

নড়াইল প্রতিনিধি মির্জা মাহামুদ ঃ নড়াইল জেলার স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, নড়াইলের আয়োজনে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত জেলার ২৬টি স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে ৫লক্ষ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা এ অনুদানের চেক বিতরণ করেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

Tags: