নাটোরে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কান্দিভিটুয়া জামে মসজিদে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, নাটোর আনন্দ টিভির জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম, দিঘাপ্রতিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওমর শরীফ চৌহানসহ প্রমূখ।