Type to search

নওয়াপাড়া পৌর সভায়  মশক নিধন অভিযান শুরু

অভয়নগর

নওয়াপাড়া পৌর সভায়  মশক নিধন অভিযান শুরু

 

অভয়নগর প্রতিনিধি-নওয়াপাড়া পৌর সভার উদ্যোগে মঙ্গলবার (১৬-৭-১৯) থেকে মশক নিধন অভযান শুরু হয়। মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া বাজারে কীটনাশক ছিটিয়ে অভিযানের  উদ্বোধন করেন পৌর মেয়র  সুশান্ত দাস দাস শান্ত। এ সময়ে উপস্থতি ছিলেন পৌর আ.লীগের সাবকে সভাপতি রফিকুল  ইসলাম সরদার, ৬নং র্ওয়াড কাউন্সলরি শাহ জোবায়রে হোসেন, ৫নং র্ওয়াড কাউন্সলরি মিজানুর রহমান মোল্যা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।