নওয়াপাড়ায় ছাগল হাটের রাজা লালুর দাম ৫৫ হাজার টাকা
মো: আমানুল্লাহ: অভয়নগর উপজেলা সদর নওয়াপাড়া পৌর সভার ছাগল হাটের সবচে বড় ছাগলটির দাম হাকা হয়েছে ৫৫ হাজার টাকা।ছাগলের মালিক উপজেলার পূড়াখালী গ্রামের কৃষক নাসির উদ্দিন শেখ। তিনি তার প্রিয় খাসী ছাগলকে লালু বলে ডাকেন।নাসির উদ্দিন জানান, আড়াই বছর আগে ছাগলটি তিনি ১০ হাজার টাকায় ক্রয় করেছিলেন।তিনি খরিদারের কাছে দাম চাচ্ছেন ৫৫ হাজার টাকা। কয়েক জন খরিদদার ৪০ হাজার টাকা লালুর দাম বলেছেন। তিনি ছাগলটি ৫০ হাজার টাকা হলে বিক্রয় করবেন।হাট মালিক শেখ আসাদুজ্জামান জানান, এ বছর ব্যাপক ছাগল উঠেছে। কেনা বেচা ও ভাল। রোবরার ও এখানে হাট বসবে।