Type to search

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ৬ জন নিহত

জাতীয়

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ৬ জন নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। উপজেলার সরোজগঞ্জ এলাকায় আজ শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রয়্যাল পরিবহনের একটি বাস আজ সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা নসিমন, করিমন চালকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন আরো কয়েকজন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরো তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ।

Tags: