কেশবপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার এসআই মেহেদী হাসান ,এ এস আই সালামকে সাথে নিয়ে বাদুড়িয়া মোড় থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলেয়া কান্দা গ্রামের মৃত আব্দুর রব মুন্সীর ছেলে মাদক ব্যসসায়ী মোঃ সেকেন্দার আলী (৪২) ও পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের মৃত মোতালেবের ছেলে ব্যসসায়ী মোঃ আমিরুল ইসলাম (৩৮) কে শনিবার সকালে ৭কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ জসিম উদ্দিন বলেন, ৭ কেজি গাঁজাসহ দুইজন কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।