Type to search

কেশবপুরে বাল্য বিবাহের `দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে  দুই মেয়ের পিতাকে জরিমানা 

যশোর

কেশবপুরে বাল্য বিবাহের `দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে  দুই মেয়ের পিতাকে জরিমানা 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)  থেকে।        যশোরের কেশবপুর উপজেলায় পৃথক দুই বাল্য বিবাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মেয়ের পিতাকে জরিমানা করেছে।

জানা গেছ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সপ্তাহের শুক্র ও শনিবারে চলছে বাল্য বিবাহ। তবে উপজেলা প্রশাসন বাল্য বিয়ে রুখতে সদা তৎপর রয়েছে ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, করোনা ভাইরাস থেকে মানুষকে সর্তক করতে ২৬ জুন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় যায় । এ সময় জানতে পারি, উপজেলার ভেরচী গ্রামের আব্দুল হালিমের মেয়ে সুরাইয়া খাতুনকে তালা উপজেলার আরশনগর গ্রামের সাজ্জাদ হোসেনের বাক প্রতিবন্ধি ছেলে তারিকুল ইসলামের সাথে বিবাহ দেওয়া হয়েছে। সুরাইয়া স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও রোল নম্বর এক। সেখানে উপস্থিত হওয়ার পর ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে এ অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, একই রাতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার মিঠাবাড়ীর মানিকের ছেলে আমিনুর রহমান (২২) এর সাথে কেশবপুরের কাস্তা গ্রামের আব্দুর রউফের মেয়ে সুমনা খাতুন (১৪) এর বিবাহ সম্পন্ন করে মেয়ের বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে যান তিনি । এ সময় বাল্য বিবাহের অপরাধে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ছেলে ও মেয়ে উভয়ই প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত দু’জনই পৃথক থাকবে এ মর্মে মুচলেকা নেওয়া হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অফিস এর পেশকার ফারুক হোসেন, রেজাউল করিম তারু, নাসিরউদ্দিন, জুলফিকার প্রমুখ।