Type to search

কেশবপুরে উপ নির্বাচন ঘিরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

যশোর

কেশবপুরে উপ নির্বাচন ঘিরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

যশোর-৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদারকে বিজয়ী করার লক্ষে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।