Type to search

করোনা উপেক্ষা করে পর্যটনকেন্দ্রে ভিড় বান্দরবানে ; অনেকের মুখে নেই মাস্ক

জেলার সংবাদ বাংলাদেশ

করোনা উপেক্ষা করে পর্যটনকেন্দ্রে ভিড় বান্দরবানে ; অনেকের মুখে নেই মাস্ক

করোনাকে তোয়াক্কা না করে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পাহাড়ে যাচ্ছেন অনেক পর্যটক। তবে পর্যটনকেন্দ্রগুলোতে বেশির ভাগের মুখেই নেই কোন মাস্ক। বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় থাকলেও হোটেল মোটেলে ভিড় কম।

 

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানের চারিদিকে পাহাড় আর নদী বেষ্টিত সৌর্ন্দয্য দেখে মুগ্ধ হন পর্যটকরা । ছুটি পেলেই দেশের বিভিন্ন এলাকা থেকে বান্দরবানে ছুটে আসেন পর্যটকরা। কেউ এসেছে বিশেষ দিনটি উদযাপন করতে, কেউ প্রকৃতি দেখতে, কেউ পরিবার পরিজনদের নিয়ে এক সঙ্গে ঘুরতে। ছুটির দিনে আগমন ঘটছে এমন হাজারো পর্যটকের।

নীলাচল, মেঘলা, নীলগিরিতে ভীড় জমাচ্ছেন পর্যটকরা। তবে পর্যটনকেন্দ্রগুলোতে বেশির ভাগ পর্যটকের মুখেই নেই কোন মাস্ক । তবে করোনার কারণে সারাদিন প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করে সন্ধ্যায় ফিরে যাচ্ছেন নিজ গন্তব্যে। বেশিরভাগই রাতযাপন করছেন না।

শহরের কয়েকটি হোটেল ছাড়া বাকিগুলোতে ভীড় নেই বলে জানালেন হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।  করোনা আতঙ্কে হোটেল মোটেলে কেউ অবস্থান করছেন না।

বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান,’অধিকারংশ হোটেলে করোনা আতঙ্কের কারণে পর্যটকের সংখ্যা কিছুটা কম। আমরা আশা করছি সামনের দিনগুলোতে পর্যটকরা স্বাস্থ্যবিধি মেনে বান্দরবান আসবেন।’

 

সূত্র, DBC বাংলা