Type to search

একজন মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

জাতীয়

একজন মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : শেখ হাসিনা হচ্ছে বিশ্বের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি সংকল্প করেন- তাঁর দেশে একজন মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না; সবারই মাথার উপর নিদেনপক্ষে এক টুকরো ছাদের ব্যবস্থা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ সকালে গণভবন হতে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে। ৬৯ হাজার ৯শ’ ৪ জন ভূমিহীন ও গৃহহীনকে ঘর প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন করেন তিনি। সকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হচ্ছে। দেশের প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান থাকবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আসলেই একজন “জননেত্রী”; তাঁর রাজনীতির ফোকাল পয়েন্টই হচ্ছে “গণমানুষ”। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা- তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থতা এবং দীর্ঘায়ু দান করেন কারণ শেখ হাসিনা ভাল থাকলে, ভাল থাকবে দেশের মানুষ।