আকিজ গ্রুপের পরিচালক মমিন উদ্দিন করোনায় মারা গেছেন
স্টাফ রিপোর্টার:দেশের অন্যতম রপ্তানি কেন্দ্রিক প্রতিষ্ঠান যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে এসএএফ এর চেয়ারম্যান শেখ মমিন উদ্দিন (৬৩) মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ঢাকার আদদ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি দেশের অন্যতম প্রধান শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র। তিনি আকিজ গ্রুপের অন্যতম পরিচালক ছিলেন।
মঙ্গলবার সকাল ১০টায় এসএএফ এর প্রতিষ্ঠানে মরহুমের প্রথম নামাজে জানাজা হবে। বেলা ১২টার দিকে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় হবে দ্বিতীয় জানাজা। এরপর তার পিতার পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এসএএফ’র এমডি আবুল হোসেন জানিয়েছেন, মমিন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মগবাজার এলাকায় আদ্বদীন হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার ফুসফুসের অবস্থা ভালো ছিল না। তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান। আদ্বদীন হাসপতালের প্রতিষ্ঠাতা ডা. শেখ মহিউদ্দিন তার বড় ভাই। তার আরেক ভাই শেখ আফিল উদ্দিন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য