অভয়নগরে ছুরিকাহত যুবলীগ নেতা মুরাদ মৃত্যুবরণ করেছেন
অপরাজেয় বাংলা ডেক্স- প্রতিপক্ষের ছুরিকাহত হয়ে চার দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে পরাজিত হলেন যুবলীগ নেতা মুরাদ হোসেন(২৮)। শুত্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবস্থায় তার মৃত্যু হয়( ইন্না লিল্লাহির ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)। আজ শনিবার আসর বাদ (বিকালে) নিজ গ্রাম ধোপাদী মাধ্যমিক বিদ্্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠেয়র পর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
গত মঙ্গলবার অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজারে একটি চায়ের দোকানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতা মুরাদ হোসেন গুরুতর আহত হয়েছিলেন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। তার অবস্থা আংশকা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত তার মৃত্যূ হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। এদিকে একমাত্র পুত্রকে হারিয়ে পিতা মাহাবুর রহমান সরদার শোকে অসুস্থ হয়ে পড়েছেন।