অভয়নগরে আ.লীগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ
অভয়নগর প্রতিনিধি-
‘পরিস্কার রাখি চারপাশের পরিবেশ-পরিচ্ছন্ন সমাজ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে অভয়নগরে ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও এডিস মশা নিধনে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার দুপুরে নওয়াপাড়া বাজারে এ হ্যান্ডবিল বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, সাবেক পৌর সভার সাবেক মেয়র এনামুল হক বাবুলের নের্তৃত্বে হ্যান্ডবিল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আ.লীগের যুগ্ম আহবায়ক সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সানা আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিয়ার রহমান সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খানম, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, বিকাশ রায় কপিল, বিষ্ণুপদ দত্ত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এড. রওশন কবীর টুটুল প্রমুখ। এ সময়ে এক বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ডেঙ্গু প্রতিরোধে সরকারের চলমান বহুমাত্রিক উদ্যোগের পাশাপাশি আওয়ামী লীগ রাজনৈতিক ও সামাজিকভাবে ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন শুরু করেছে। যা অভয়নগরেও শুরু হয়েছে। তিনি এ ব্যাপারে সকলকে সচেতন থাকার আহবান করেন।