অভয়নগের শহিদ বুদ্ধিজিবি দিবস পালন

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা আ.লীগের উদ্যোগে বুধবার বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ. লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ.লীগ নেতা ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা, আঃ লীগ নেতা আনিসুর রহমান মিন্টু, আ: মান্নান মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ। আলোচনা শেষে শহিদ বুদ্ধিজিবিদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুরুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অনেকে।