কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা, ছেলের করুণ মৃত্যুতে এলাকায় শোকের মাতম

জাহিদ আবেদীন বাবু কেশবপুর (যশোর) থেকে-
যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। (১৫ জানুয়ারি) বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কেশবপরর উপজেলার উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আলিম মোড়লের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩৫) ও তাদের ছেলে আল আমিন (২০)। আল আমিন এবার মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
জানা গেছে, বিকালে ওই গ্রামের পশ্চিম বিলে সেচ কাজে ব্যবহৃত মটর মেরামত ও সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় আল আমিন। জ্যোৎস্না বেগম ছেলে বাড়ি আসতে দেরি করায় তাকে ডাকতে গিয়ে দেখতে পান আল আমিন মটরের পাশে পড়ে রয়েছে। ছেলের গায়ে হাত দিয়ে ডেকে তুলতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিকাল ৫ টায় এ খবর লেখার সময় যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) মকছেদুল মোমিন জানান, এ বিষয়ে তাদেরকে কেউ খবর দেয়নি।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। এদিকে মা ছেলের মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাজার হাজার মানুষ পরিবারটিকে শান্তনা দিতে ছুটে এসেছেন।